Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনা: জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং আগামী পাঁচ বছরের মধ্যে অত্র সড়ক বিভাগের আওতাধীন সকল শ্রেণীর মহাসড়ক ৯০ শতাংশ গুড টু ফেয়ার (Good to Fair Condition) অবস্থায় উন্নীতকরণের পরিকল্পনা আছে। রংপুর-বড়বাড়ী-কুড়িগ্রাম জাতীয় মহাসড়কের ২টি ইন্টারসেকশন ডেভেলপমেন্ট, জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কের বিভিন্ন বাজার, লেভেলক্রসিংসহ গুরুত্বপূর্ণ অংশসমূহে রিজিড পেভমেন্ট ও প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনাও রয়েছে এবং সকল জেলা সড়ক সমূহকে বর্তমানে ৩.৭০ মিটার হতে ৫.৫০ মিটার প্রশস্ততায় উন্নীত করণের পরিকল্পনা আছে। বামনডাংগা (গাইবান্ধা)-শঠিবাড়ী-আফতাবগঞ্জ (দিনাজপুর) জেলা মহাসড়ক (জেড-৫০১৩) প্রশস্তকরণ” (১ম সাংশোধিত) প্রকল্পের জন্য ৪৬০.৭৫ কোটি টাকার প্রকল্পটি ২০২৩-২০২৪ অর্থবছরে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (রংপুর জোন) ২য় পর্যায়ভূক্ত প্রকল্পের আওতায় ক) হাজিরহাট-বেতগাড়ী-লাঙ্গলেরহাট-গংগাচড়া জেলা মহাসড়ক (জেড-৫০২০) ও খ) রংপুর-গংগাচড়া জেলা মহাসড়ক (জেড-৫০২৩) উন্নয়ন কাজের ডিপিপি প্রণয়ন প্রক্রিয়া চলমান রয়েছে। তাছাড়া নিরাপদ সড়ক নিশ্চিত করনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সড়কের বাঁকে এবং প্রয়োজনীয় স্থানে সাইন সিগন্যাল স্থাপনসহ রোড মার্কিংকরন স্পীড ব্রেকার নির্মাণ, জেব্রা ক্রসিং ও র্যা ম্বল স্ট্রীপ স্থাপনের পরিকল্পনা রয়েছে।