Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ: রংপুর সড়ক বিভাগ, রংপুর জেলার আওতায় মানসম্পন্ন, নিরাপদ ও টেকসই মহাসড়ক এবং সংশ্লিষ্ট অবকাঠামো বিনির্মাণ ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। অত্র সড়ক বিভাগ কর্তৃক বামনডাংগা(গাইবান্ধা)-শঠিবাড়ী-আফতাবগঞ্জ (দিনাজপুর) জেলা মহাসড়ক (জেড-৫০১৩) প্রশস্তকরণ” (১ম সাংশোধিত) প্রকল্পটি চলমান রয়েছে। বিগত তিন অর্থবছরে এ সড়ক বিভাগ কর্তৃক ইতোমধ্যে ৮.০০ হেক্টর ভূমি অধিগ্রহন, ৫৭.০০ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, ৭২.৬০ কিলোমিটার পেভমেন্ট মজবুতীকরণ, ১৫১.০০ কিলোমিটার সার্ফেসিং এবং ১০৮.০০ মিটার ব্রীজ/কালভার্ট পুন:নির্মাণ কাজ সম্পাদন করা হয়েছে।